বিষয়বস্তুতে চলুন

আজাদী সৈনিকের ডায়েরী/জাপান কর্ত্তৃক আজাদ হিন্দ গভর্ণমেণ্ট স্বীকার

উইকিসংকলন থেকে

২৩শে অক্টোবর ১৯৪৩:

 আজ ভারতের ইতিহাসে একটি স্মরণীয় দিন। জাপান গভর্ণমেণ্ট নেতাজী সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গঠিত আজাদ হিন্দ গভর্ণমেণ্টকে স্বীকার করিয়াছেন। ঘোষণায় বলা হইয়াছে—‘জাপানী গভর্ণমেণ্ট অস্থায়ী আজাদ হিন্দ গভর্ণমেণ্টকে স্বীকার করিতেছেন এবং এতদ্বারা ঘোষণা করিতেছেন যে ইহার উদ্দেশ্যের সাফল্যের জন্য সকল প্রকার সম্ভবপর সাহায্য করিবেন।’

 আজ আজাদ হিন্দ গভর্ণমেণ্ট গ্রেটবৃটেন ও আমেরিকার যুক্ত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিলেন।

 টোকিও মিলিটারী একাডেমীতে সমর বিদ্যা শিক্ষার জন্য একদল শিক্ষার্থী লওয়া হইবে বলিয়া নেতাজীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি আজ প্রকাশিত হইয়াছে। দেখি — যদি আমি যাইতে পারি।