আজাদী সৈনিকের ডায়েরী/রাসবিহারী বসুর বক্তৃতা
রাসবিহারী বসু বলিলেন—পূর্ব এশিয়ার দেশসমূহে প্রায় ৩০ লক্ষ ভারতবাসী বিক্ষিপ্ত ভাবে রহিয়াছে। জাপানী বিজয়ের ফলে এই সকল দেশের পুরাতন শাসন ব্যবস্থা ভাঙ্গিয়া গিয়াছে, নুতন শাসন ব্যবস্থা গড়িতে সময় লাগিবে। জাপান এখন যুদ্ধ লইয়া ব্যস্ত। অনেক স্থানে অরাজকতার ফলে বেসামরিক অধিবাসীরা নানা দুঃখ কষ্ট ভোগ করিয়াছেন। দস্যু, তস্কর ও লুণ্ঠনের হাত হইতে ভারতবাসীদের রক্ষার জন্য আমাদের নিজেদেরই ব্যবস্থা করিতে হইবে। আমাদের নিজেদের স্বার্থের জন্যই সংগঠনের প্রয়োজন। জাপানীরা আমাদের নিজস্ব সেনাদল গঠন ও ভারতীয়দের রক্ষার ব্যবস্থা করিতে দিতে সম্মত আছে। আমরা যদি আমাদের জন্মভূমিকে স্বাধীন করিবার জন্য ইচ্ছা করি, আমাদের ইহা একটী সুবর্ণ সুযোগ। এই পরিস্থিতির পূর্ণ সুযোগ আমাদের গ্রহণ করা উচিত। আমরা চাই না যে জাপান ভারতবর্ষ অধিকার করে; আমাদের উদ্দেশ্য হইবে ভারতীয় বাহিনী গঠন করিয়া আমরাই আমাদের মাতৃভূমিকে মুক্ত করিব। ভারতবর্ষের ভবিষ্যৎ শাসনতন্ত্র কিরূপ হইবে তাহা নির্দ্ধারণ করিবেন ভারতের নেতাগণ।
এই কয়জন কর্ম পরিষদের সদস্য হইলেন—
সামরিক সদস্য—কাপ্তেন মোহন সিং, কর্ণেল গিলানি ও জগন্নাথ রাও ভোঁসলে;
অসামরিক সদস্য: মেনন, রামন ও বোহা।
সভাপতি—রাসবিহারী বসু।