আজাদী সৈনিকের ডায়েরী/সৈনিকদের পোষাক
অবয়ব
সৈনিকদের পোষাক অনেকটা ভারতীয় বৃটিশ বাহিনীর অনুরূপ। খাকি পোষাক, মাথায় ক্যাপ; তাহার উপর আই-এন-এ লেখা পিতলের ব্যাজ। প্রত্যেক সৈনিকের বুকের বামদিকে থাকে কংগ্রেসের ত্রিবর্ণ রঞ্জিত একটী ব্যাজ। এই ব্যাজে ভারতবর্ষের একটা মানচিত্র এবং এই তিনটীশব্দ লেখা আছে—ইত্তিফাক্, ইতমাদ্, কুর্বানি (সহযোগিতা, ন্যায়বিচার ও আত্মোৎসর্গ)।
অফিসারদের বুকে ত্রিবর্ণরঞ্জিত ব্যাজ থাকে। পার্থক্য শুধু কাঁধের পটিতে। আই-এন্-এ ব্যাজের প্রত্যেক দিকে সোনালী তারা ও রেখা দিয়া অফিসারের শ্রেণী নির্দেশ করা হয়:
মেজর—একটি সোনালি রেখা
কাপ্তেন্—তিনটি নীল রেখা
লেফ্ট্ন্যাণ্ট—দুইটি নীল রেখা
সেকেণ্ড্ লেফট্ন্যাণ্ট—একটি নীল রেখা
প্রত্যেক রেজিমেণ্টের চিহ্ন বিভিন্ন:
গান্ধী রেজিমেণ্ট—সবুজ রঙ
নেহরু রেজিমেণ্ট—ছাই রঙ
আজাদ রেজিমেণ্ট—শাদা রঙ
বসু রেজিমেণ্ট—লাল ও সবুজ রঙ