আলাপ:কাদম্বরী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিসংকলন থেকে

গ্রন্থ-পরিচিতি[সম্পাদনা]

সম্রাট হর্ষবর্ধনের সভাসদ বাণভট্ট রচিত সপ্তম শতাব্দীর সংস্কৃত উপন্যাস কাদম্বরী বিশ্বসাহিত্যের প্রাচীনতম উপন্যাসগুলির অন্যতম। তারাশঙ্কর তর্করত্ন (আ. ১৮৩০ - আ. ১৮৫৯) কৃত এই উপন্যাসের বাংলা অনুবাদ এবং টেকচাঁদ ঠাকুরের আলালের ঘরের দুলাল বাংলা গদ্যের প্রারম্ভিক ভিতের মধ্যে পড়ে। বাংলা কথাসাহিত্যের রূপকার বঙ্কিমচন্দ্রের ভাষায়:-

বাঙ্গালা ভাষার এক সীমায় তারাশঙ্করের কাদম্বরীর অনুবাদ, আর এক সীমায় প্যারীচাঁদ মিত্রের আালালের ঘরের দুলাল। ইহার কেহই আদর্শ ভাষায় রচিত নয়। কিন্তু আলালের ঘরের দুলালের পর হইতে বাঙ্গালী লেখক জানিতে পারিল যে, এই উভয় জাতীয় ভাষার উপযুক্ত সমাবেশ দ্বারা এবং বিষয়ভেদে একের প্রবলতা ও অপরের অল্পতা দ্বারা আদর্শ বাঙ্গালা গদ্যে উপস্থিত হওয়া যায়। (লুপ্ত-রত্নোদ্ধার, , )

অনুবাদটি প্রথম প্রকাশিত হয় ১৮৫৪ সালে। দ্বিতীয় সংস্করণে (১৮৫৬) অনুবাদক কিছু পরিমার্জনা করেন। চতুর্থ সংস্করণ (১৮৫৮) লেখকের জীবদ্দশায় প্রকাশিত শেষ সংস্করণ। বইটির এই সংস্করণগুলি ইন্টারনেটে পাওয়া যায়:-

Hrishikes (আলাপ) ১৫:৪৭, ৭ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]