আলাপ:ভানুসিংহ ঠাকুরের পদাবলী/১৩

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিসংকলন থেকে

এই গানটি আমি ভিন্ন ভাবে শুনে থাকি। সেটা এরকমঃ


শাওন গগণে ঘোর ঘনঘটা, নিশীথ য়ামিনী (যামিনী) রে কুঞ্জপথে, সখি, কৈসে যাওব অবলা কামিনী রে

উন্মদ পবনে য়মুনা (যমুনা) তর্জিত, ঘন ঘন গর্জিত মেহ দমকত বিদ্যুৎ, পথতরু লুণ্ঠিত, থরহর কম্পিত দেহ

ঘন ঘন রিমঝিম রিমঝিম রিমঝিম বরখত নীরদপুঞ্জ শাল-পিয়ালে তাল-তমালে নিবিড় তিমিরময় কুঞ্জ

কাহ রে সজনী, এ দুরুয়োগে (দুরুযোগে) কুঞ্জে নিরদয় কান দারুণ বাঁশী কাহ বাজায়ত সকরুণ রাধা নাম

মোতিম হারে বেশ বনা দে, সীঁথি লগা দে ভালে উরহি বিলুন্ঠিত লোল চিকুর মম বাঁধহ চম্পক মালে

গহন রয়নমে ন যাও, বালা, নওল কিশোরক পাশ গরজে ঘন ঘন, বহু ডর পাওব, কহে ভানু তব দাস

আসল কোনটা? --Maksud (talk) ০৪:২৯, ২ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]