ইঙ্গিত/দর্শনী

উইকিসংকলন থেকে
দর্শনী

“ডাক্তার বাবু—ডাক্তার বাবু।”

“আঃ—এত রাত্রে কে হে তুমি?”

“আজ্ঞে, আমি ও পাড়ার যদু।”

“ডবল ভিজিট দিতে হবে—এনেছ?”

“এনেছি।”

“তবে চল।”

আর এক দিনের কথা। কত ঔষধ খাওয়ান হইল, ডাক্তার বাবুর ছেলেটির ব্যারাম আর ভাল হয় না। গিন্নি বলিলেন, “একবার সাধু বাবার কাছে যাও না।”

দীঘির ধারের বটগাছ তলায় সাধু ধূনী জ্বালিয়া, চোখ বুঁঁজিয়া বসিয়াছিলেন। ডাক্তার বাবু প্রণাম করিয়া জোড় হাতে দাঁঁড়াইয়া রহিলেন। সাধু আর চোখই মেলেন না। চেলাটি বলিল, “আরে বাবু, গাঁঁজাকো বাস্তে দোঠো রূপৈয়াতো চঢাও।”