ইঙ্গিত/পথের বালক

উইকিসংকলন থেকে
পথের বালক

ছেলেটিকে দেখিতাম মিছামিছি লাফাইয়া ট্রামের পা-দানের উপর উঠিতেছে, আবার নামিয়া পড়িতেছে। কোন দিন বা খবরের কাগজ ফিরি করিতেছে, আবার কোন দিন পথে পথে ছেঁড়া ন্যাক্‌ড়া কুড়াইয়া বেড়াইতেছে। কেমন মায়া বসিয়া গেল। একদিন ডাকিয়া বলিলাম,—

“আমার সঙ্গে যাবি?”

“যাব।”

দু’দিন পর সকালে তাহাকে আর বাসায় খুঁজিয়া পাইলাম না। সন্ধ্যার সময় দেখিলাম হ্যারিসন্‌ রোডের মোরে পেন্সিল ফিরি করিতেছে। পরণে আমার দেওয়া কাপড় জামার পরিবর্ত্তে একখানি ছেঁঁড়া ময়লা কাপড়।