ইঙ্গিত/রাজপুত্র

উইকিসংকলন থেকে
রাজপুত্র

রাজপুত্র আর আসেন না। লোক জন সব পাথর হইয়া রহিয়াছে, একলা বাড়ী দিন রাত থম্‌ থম্‌ করিতে থাকে। ফুল ফুটিয়া ঝরিয়া পড়ে, পাখী ডাকিয়া ডাকিয়া থামিয়া যায়, আলো ফুটিয়া আঁধারে পরিণত হয—রাজপুত্র আর আসেন না, রাজকন্যা দিন রাত দরজা খুলিয়া রাখেন-কি জানি কখন আসিয়া পড়েন।

সে দিন রাত্রে ঝড়, জল, বজ্র, বিদ্যুৎ পৃথিবীটাকে যেন লণ্ডভণ্ড করিয়া দিতেছিল। রাজকন্যা দরজা বন্ধ করিয়া দিলেন। এমন দিনে কে আর আসিবে? হঠাৎ দরজায় ঘা পড়িল। রাজকন্যা কোলাহলে জাগিয়া উঠিয়া দেখিলেন, পাথরগুলি সব মানুষ হইয়া গিয়াছে।