ইয়ুরোপে তিন বৎসর
ইয়ুরোপে তিন বৎসর।
ইয়ুরোপবার্সিদিগের আচার-বাৰহার-সম্বন্ধীয় ও নানাদেশবর্ণনবিষয়ক কতকগুলি পত্রের সারাংশ ।
{ ইঙ্গরেজী হইতে অনুবাদিত । ]
ঐরমেশচন্দ্র দত্ত সি, এস, প্রণীত।
দ্বিতীয় সংস্করণ
৯৭ নং কলেজ ষ্ট্রীট, বেঙ্গল মেডিকেল লাইব্রেরী হইত্তে
ঐগুরুদাস চট্টোপাধ্যায় কর্তৃক প্রকাশিত।
১২৯০
শ্ৰীযুক্ত বাবু রমেশচন্দ্র দত্ত সি, এস, মহোদয় স্বপ্রণীত “ইয়ুরোপে তিন বৎসর’ নামক ইঙ্গ রেজী গ্রন্থের যে বাঙ্গালা অনুবাদ প্রচার করিয়াছিলেন, আমি তাহার কপিরাইট উক্ত মহোদয়ের নিকট হইতে যথানিয়মে ক্রয় করিয়া লইয়াছি । এক্ষণে উপস্থিত গ্রন্থ আমি নিজস্যয়ে মুদ্রিত ও প্রচারিত করিলাম। এই “ইয়ুরোপে তিন বৎসর’ গ্রন্থে আমার যাবতীয় স্বত্ব রহিল। মুবিজ্ঞ গ্রন্থকার আমার প্রতি বিশিষ্ট অনুগ্রহ প্রদর্শন করাতে আমি তাহার নিকট যথোচিত কৃতজ্ঞতা স্বীকার করিতেছি । বেঙ্গল মেডিকেল লাইব্রেরী, ৯৭ নং কলেজ ষ্ট্রীট,— কলিকাতা । ঐগুরুদাস চট্টোপাধ্যায় | ১১ ই শ্রাবণ, ১২৯৯

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২১ সালে, ১ জানুয়ারি ১৯৬১ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।
