ইয়ুরোপে তিন বৎসর

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
ইয়ুরোপে তিন বৎসর

 

ইয়ুরোপে তিন বৎসর।

অর্থাৎ

ইয়ুরোপবার্সিদিগের আচার-বাৰহার-সম্বন্ধীয় ও নানাদেশ-
বর্ণনবিষয়ক কতকগুলি পত্রের সারাংশ ।

[ ইঙ্গরেজী হইতে অনুবাদিত ।]


শ্রীরমেশচন্দ্র দত্ত সি, এস, প্রণীত ।

দ্বিতীয় সংস্করণ

কলিকাতা,

৯৭ নং কলেজ ষ্ট্রীট, বেঙ্গল মেডিকেল লাইব্রেরী হইত্তে
ঐগুরুদাস চট্টোপাধ্যায় কর্তৃক প্রকাশিত।

 


১২৯০

.


PRINTED BY SARACHCHANDRA DEVA,

AT THE VINA PRESS,

37 Machuabazar Street— Calcutta,


.

বিজ্ঞাপন।


 শ্রীযুক্ত বাবু রমেশচন্দ্র দত্ত সি, এস, মহোদয় স্বপ্রণীত “ইয়ুরোপে তিন বৎসর’ নামক ইঙ্গরেজী গ্রন্থের যে বাঙ্গালা অনুবাদ প্রচার করিয়াছিলেন, আমি তাহার কপিরাইট উক্ত মহোদয়ের নিকট হইতে যথানিয়মে ক্রয় করিয়া লইয়াছি। এক্ষণে উপস্থিত গ্রন্থ আমি নিজব্যয়ে মুদ্রিত ও প্রচারিত করিলাম। এই “ইয়ুরোপে তিন বৎসর’ গ্রন্থে আমার যাবতীয় স্বত্ব রহিল। সুবিজ্ঞ গ্রন্থকার আমার প্রতি বিশিষ্ট অনুগ্রহ প্রদর্শন করাতে আমি তাঁহার নিকট যথোচিত কৃতজ্ঞতা স্বীকার করিতেছি।

বেঙ্গল মেডিকেল লাইব্রেরী,
৯৭ নং কলেজ ষ্ট্রীট,— কলিকাতা।
১২ ই শ্রাবণ,১২৯০

শ্রীগুরুদাস চট্টোপাধ্যায়।

পরিচ্ছেদসমূহ (মূল গ্রন্থে নেই)

সূচীপত্র

এই লেখাটি ১ জানুয়ারি ১৯২৮ সালের পূর্বে প্রকাশিত এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে ।