বিষয়বস্তুতে চলুন

ইস্তাহার/মুখবন্ধ

উইকিসংকলন থেকে

মুখবন্ধ

আমার কবিতাগুচ্ছ মুঠো মুঠো জ্বলস্ত অঙ্গার,
সৈনিকের অস্ত্রাগারে ইম্পাতের উজ্জ্বল তলোয়ার
ছত্রে ছত্রে স্বীকৃত জীবনের সত্য অঙ্গীকার,
দুর্বলের দরিদ্রের নিজস্ব কঠিন হাতিয়ার।

আমার কবিতা বিংশ শতাব্দীর প্রত্যক্ষ দর্পণ,
আধ্যাত্মিক জীবনের বেদান্তের সহজ দর্শন।
কোমল কুসুম সুষমায় মাখা চন্দ্রমহিমা,
পাশাপাশি কামানের রকেটের শৌর্য গরিমা।

তোমাদের দ্বারে দ্বারে আমি কবি নিত্য অতিথি,
তোমাদের সুখ দুঃখ পরিণয় জন্ম মৃত্যু তিথি
আমার কবিতা রাখে সযতনে মালিকায় গেঁথে;
আমি থাকি তোমাদের আঁতুড়ে বাসরে শ্মশানেতে।

আমি কবি তোমাদের একান্ত আপনার জন,
আমার কবিতা চার বিশ্বজনে করিতে আপন।