উইকিসংকলন:আপনি জানেন কি প্রধান পাতার “আপনি জানেন কি” (আজাকি) বিভাগটির সমন্বয় করার প্রকল্প পাতা। আজাকি বিভাগটি উইকিসংকলনে সাম্প্রতিক সৃষ্ট অথবা সম্পাদিত লেখাগুলি থেকে অজানা বা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে লেখাগুলি সম্পর্কে পাঠকদের আকৃষ্ট করার জন্য ব্যবহৃত হয়ে থাকে।
- নির্বাচন
- আজাকির তথ্য অবশ্যই উইকিসংকলনে প্রাপ্ত কোন বই সম্বন্ধে বা বই থেকে প্রাপ্ত তথ্য নিয়ে হতে হবে।
- যে পাতা থেকে তথ্য সংগৃহীত হবে, তার মুদ্রণ সংশোধন ও ট্রান্সক্লুশন সম্পূর্ণ করতে হবে।
- আজাকি বাক্যের সাথে উৎস ও সম্পর্কিত বইটির সংযোগ স্থাপন করতে হবে।
- আপনি জানেন কির তথ্যটি উইকিসংকলনে প্রাপ্ত বইয়ের পাতাতে থাকতে হবে।
- অন্য কোন উৎস থেকে তথ্য সংগৃহীত হলে, মনোনয়নের সময় অবশ্যই নিরপেক্ষ উল্লেখযোগ্য তথ্যসূত্র প্রদান করতে হবে।
- আজাকির বাক্যগুলিকে হবে সংক্ষিপ্ত, সরল ও আগ্রহ সৃষ্টিকারী হতে হবে।
- আজাকির মনোনয়ন করার পর নির্বাচিত হলে তবেই প্রধান পাতায় দেখানো হবে, নচেৎ নয়।
- উইকিপদক
প্রদানের কারণ |
টেমপ্লেট |
পদক
|
আজাকিতে গুরুত্বপূর্ণ অবদানের অবদানের জন্য উইকিপদক। |
{{আজাকি পদক}} |
|