ভারতীয় মুদ্রণের দুই শতক প্রতিযোগিতা ২০২১
১লা সেপ্টেম্বর, ২০২১ — ৩০শে নভেম্বর, ২০২১
স্বাগতম!
ব্রিটিশ লাইব্রেরিরভারতীয় মুদ্রণের দুই শতক প্রকল্পের দ্বারা যে সমস্ত বাংলা বই ডিজিটাইজ করা হয়েছে, সেগুলির ওপর ভিত্তি করে উইকিসংকলন সম্প্রদায় একটি অনলাইন মুদ্রণ সংশোধন বা প্রুফরিড প্রতিযোগিতার আয়োজন করেছে। কিছু বইয়ের উপরে এই মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা চলবে। প্রতিটি কাজের জন্য প্রতিযোগী নির্দিষ্ট পয়েন্ট পাবেন, যার ভিত্তিতে বিজয়ী ঘোষণা করা হবে।
এই প্রতিযোগিতা অভিজ্ঞ উইকিসংকলক বা নতুন স্বেচ্ছাসেবক, সকলের জন্যই উন্মুক্ত।