বিষয়বস্তুতে চলুন

উইকিসংকলন:যোগাযোগ/গ্ল্যাম

উইকিসংকলন থেকে
প্রবেশদ্বার


ভূমিকা
যোগাযোগ করার আগে কিছু ব্যাপার খেয়াল রাখুন।

পাঠক
আপনি কি উইকিসংকলনের পাঠক হিসেবে কোন তথ্য চান?

লেখক
আপনি কি আপনার রচিত কোন সাহিত্যকর্মের কপিরাইট লাইসেন্স মুক্ত করতে চান?

গ্ল্যাম প্রতিষ্ঠান
আপনি কি কোন গ্রন্থাগার বা আর্কাইভের অংশ হিসেবে আপনার সংগ্রহ উইকিসংকলনে যোগ করতে চান?

শিক্ষাপ্রতিষ্ঠান
আপনি কি কোন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশ হিসেবে ছাত্রছাত্রীদের উইকিসংকলন সম্বন্ধে দক্ষতা বাড়াতে চান?

গণমাধ্যম
আপনি কি কোন গণমাধ্যমের কর্মী বা সদস্য হিসেবে উইকিসংকলনে যোগাযোগ করতে চান?



আপনি যদি কোন গ্রন্থাগার বা আর্কাইভের আধিকারিক, কর্মী বা সদস্য হন এবং আপনার প্রতিষ্ঠানে বাংলা ভাষায় রচিত পাবলিক ডোমেইন বা কপিরাইটমুক্ত বইপত্র, পত্র-পত্রিকা, দলিল দস্তাবেজ, নথি, পুঁথি ইত্যাদি উইকিসংকলনের মত মুক্ত অনলাইন গ্রন্থাগারে বিশ্বের সমস্ত পাঠকের জন্য উন্মুক্ত করতে চান বা তা করার জন্য আপনার সংগ্রহ স্ক্যান করতে চান, তবে নিম্নোক্ত উপায়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

বাংলাদেশ
ভারত
বৈশ্বিক