উইকিসংকলন:সম্মিলন/কলকাতা/১

উইকিসংকলন থেকে
উইকিসংকলন সম্মিলনের অংশগ্রহণকারীবৃন্দ
  • স্থান - রিজেন্টা ওর্কোস কলকাতা, ৬২১, প্রান্তিক পল্লী রোড, রবীন্দ্র পল্লী, কসবা, কলকাতা, মানচিত্রে দেখুন
  • সময় - ২৫শে নভেম্বর, সন্ধ্যা ৬টা হতে ৮:৩০ (১৮:০০-২০:৩০)

আলোচনার বিষয়[সম্পাদনা]

  • উইকিসংকলনের বর্তমান অবস্থা
  • উইকিসংকলনের সফল প্রকল্প
  • আমরা কিভাবে এগোব
  • বিভিন্ন সম্ভাব্য প্রকল্প
  • বিভিন্ন বই গ্রুপগুলির সঙ্গে সংযোগ প্রচেষ্টা - অভিজ্ঞতা, শিক্ষা, কৌশল
  • উইকিসংকলনের গুরুত্ব সম্বন্ধে উইকিপিডিয়ানদের মধ্যে প্রচার - অভিজ্ঞতা, শিক্ষা, কৌশল

অবশ্যই অংশগ্রহণ করব[সম্পাদনা]

দয়া করে # ~~~~ দ্বারা নিম্নে স্বাক্ষর করুন

  1. বোধিসত্ত্ব (আলাপ) ০৪:০০, ২০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
  2. Marajozkee (আলাপ) ০৪:৫২, ২০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
  3. হৃষীকেশ (আলাপ) ০৫:০১, ২০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
  4. Tarunsamanta (আলাপ) ০৫:০৫, ২০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
  5. Dr. Bir (আলাপ) ১৩:১৭, ২০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

শুভেচ্ছা রইল[সম্পাদনা]

দয়া করে # ~~~~ দ্বারা নিম্নে স্বাক্ষর করুন

  1. য় (আলাপ) ০৫:৩৫, ২০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
  2. মাহির২৫৬ (আলাপ) ০৩:৫৯, ২১ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

যারা অংশগ্রহণ করলেন[সম্পাদনা]

  1. বোধিসত্ত্ব
  2. হৃষীকেশ
  3. Jayantanth
  4. Titodutta
  5. Arindam Maitra
  6. Marajozkee
  7. Tarunsamanta
  8. Dr. Bir
  9. Mausumi chakrabarti1995

আলোচনায় সিদ্ধান্ত[সম্পাদনা]

  • তপোধীর ভট্টাচার্যের বাখতিন দ্রুত শেষ করা হবে। শিলচর সহ বরাক উপত্যকার সাহিত্য মুক্ত করার জন্য কৌশলগত ভাবে তপোধীর ভট্টাচার্য্যের বইগুলির মুদ্রণ সংশোধন করার কাজ শেষ করে তার সুফল প্রদর্শন অত্যন্ত জরুরি। বাখতিন সম্পন্ন হলে, সিআইএস বা পশ্চিমবঙ্গ উইকিমিডিয়ানসের সহায়তায় তপোধীর ভট্টাচার্য্যের সঙ্গে দেখা ও আলোচনা করে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
  • কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের পাঠ্যক্রমের কাজ সকলে মিলে আগে ধরা হবে ও যত দ্রুত সম্ভব শেষ করা হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে উইকিসংকলনের উপযোগিতার জন্য ও নতুন সম্পাদকের জন্য এই কাজ অত্যন্ত জরুরি।
  • রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, ও জীবনানন্দ দাশের কাজগুলিকে আগে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হোয়। এই প্রসঙ্গে কবিপক্ষে বিভিন্ন অনলাইন ইভেন্ট করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়।
  • তন্ময় বীরের প্রস্তাবনা মত বেহার হেরল্ড পত্রিকার পাবলিক ডোমেইন পত্রিকাগুলির স্ক্যান করার ব্যাপারে আলোচনা হয়েছে। সিআইএসকে অনুরোধ করা হবে একজন নির্ভরযোগ্য কুশলী ব্যক্তিকে এই পত্রিকার অফিসে তন্ময়দার সাথে যাতে পাঠানোর ব্যবস্থা করা যায় যাতে প্রথম ধাপ হিসেবে পুরো কাজের জরিপ করা সম্ভব হয়। জরিপের রিপোর্ট পেলে স্ক্যান সংক্রান্ত পরবর্তী গ্রহণযোগ্য পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
  • তন্ময় বীরের প্রস্তাবনা মত উড়িষ্যার রাজ্য লাইব্রেরীতে অবস্থিত উড়িয়া হরফে লিখিত বাংলা পুঁথিগুলিকে স্ক্যান করার ব্যাপারে আলোচনা হয়েছে। উড়িয়া উইকিমিডিয়া সম্প্রদায়ের একজন নির্ভরযোগ্য উইকিমিডিয়ানকে এই বিষয়ে রাজী করাতে ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে সিআইএসকে অনুরোধ করা হবে। আলোচনায় এই কাজের জন্য প্রতীক পট্টনায়েককে অনুরোধ করা হবে বলে স্থির করা হয়।
  • মহারাষ্ট্র মডেলে কলকাতায় বিভিন্ন প্রকাশক ও লেখকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে কি ভাবে বই মুক্ত করা যায়, তা নিয়ে আলোচনা করা হয়। এই প্রসঙ্গে সিআইএসকে সহায়তা প্রদান করতে অনুরোধ করা হবে।
  • বইয়ের ঠিকানা সহ বিভিন্ন মুক্তমনা বাংলা বইয়ের গ্রুপগুলির সঙ্গে সংযোগ স্থাপনের কথা আলোচিত হয় ও একসূত্রে কি ভাবে কাজ করা সম্ভব হবে, তা নিয়ে কথা ওঠে।
সাংগঠনিক সহায়তা