উইকিসংকলন:১০০উইকিদিবস
পরিভ্রমণে চলুন
অনুসন্ধানে চলুন
১০০উইকিদিবস |
মেটায় ১০০উইকিদিবস দেখুন |
![]() | এই ব্যবহারকারী #১০০উইকিদিবস প্রকল্পে অংশগ্রহণ করেছেন। |
২০১৫ সালের ১৬ই জানুয়ারি ভাসিয়া আতানোসোভা মূলতঃ উইকিপিডিয়ায় প্রতিদিন একটি করে নিবন্ধ তৈরি করার জন্য ব্যক্তিগতভাবে ১০০উইকিদিবস প্রকল্প চালু করেন। এই প্রকল্প অনুযায়ী অংশগ্রহণকারীরা টানা ১০০ দিন একটি করে নিবন্ধ তৈরি করবেন বলে নিজের কাছে শপথ করেন। এখনো পর্যন্ত বিভিন্ন ভাষার ১৩০ জন উইকিপিডিয়ানরা এতে অংশগ্রহণ করেছেন যার মধ্যে ৪৩ জন তাঁর শপথ পূরণ করতে পেরেছেন। এই প্রকল্পে অনুপ্রাণিত হয়ে উইকিসংকলনে ১০০উইকিদিবস চালু করা হল। যেহেতু এটি একটি ব্যক্তিগত চ্যালেঞ্জ যেখানে অংশগ্রহণকারী নিজের কাছে নিজেকে প্রমাণ করছেন, সেহেতু এটি কোন প্রতিযোগিতা নয়।
- নীতিমালা
- কোনরকম ভাবে ঠকানো চলবে না! সেটি করলে আপনি নিজেকে নিজেই ঠকাচ্ছেন।
- অংশগ্রহণকারীকে প্রতিদিন কোন উপন্যাস বা প্রবন্ধের যে কোন একটি করে সম্পূর্ণ পরিচ্ছেদ বা একটি কাব্যগ্রন্থের সম্পূর্ণ কবিতার মুদ্রণ সংশোধন করতে হবে।
- কোন বইয়ে কোন পরিচ্ছেদ না থাকলে এক দিনে সম্পূর্ণ বই সংশোধন করতে হবে। সাধারণতঃ ছোট বইয়ের ক্ষেত্রেই এমনটা ঘটে তাই কোন অসুবিধা হবে না।
- মুদ্রণ সংশোধন করার পর সঠিক ভাবে অন্তর্ভুক্ত করতে হবে।
- আংশিক কাজ গ্রাহ্য হবে না।
- বৈধকরণ গ্রাহ্য হবে না।
- যে অংশ মুদ্রণ সংশোধন করা যাবে, অবশ্যই সেটিকে অন্তর্ভুক্ত করতে হবে।
- একদিন মুদ্রণ সংশোধন বাদ পড়লে আবার নতুন করে এই চ্যলেঞ্জ শুরু হবে।
- সামাজিক মিডিয়া
- আপনি সম্পাদনা সারাংশ ও সামাজিক মিডিয়ায় #100wikidays বা #১০০উইকিদিবস ব্যবহার করতে পারেন। ফেসবুক হ্যাশট্যাগ পাতা
- আপনি ১০০উইকিদিবস ফেসবুক গ্রুপে যোগ দিতে পারেন।