উইকিসংকলন:সম্ভাব্য কপিরাইট লঙ্ঘন

উইকিসংকলন থেকে
(উইকিসংকলন:COPYVIO থেকে পুনর্নির্দেশিত)
সম্ভাব্য কপিরাইট লঙ্ঘন
উইকিসংকলনের কপিরাইট নীতিমালার সম্ভাব্য লঙ্ঘন হতে পারে এমন কর্ম-বিষয় নিয়ে এই পাতায় আলোচনা করা হয়।

লক্ষ্য করুন, যেসব কর্ম পরিষ্কারভাবে কপিরাইট লঙ্ঘন করে সেগুলি দ্রুত অপসারণের মানদণ্ড স৬-এর অধীনে মুছে ফেলা হতে পারে। উইকিমিডিয়া ফাউন্ডেশনের আইনি স্বার্থ রক্ষার জন্য, এগুলো মুছে ফেলা হবে যদি না অন্তত দুই সপ্তাহের মধ্যে এগুলি রাখার পক্ষে জোরালো কারণ পেশ করা হয়। যদি যুক্তিসঙ্গত সন্দেহ থাকে, তাহলে সেগুলিও মুছে ফেলা হবে।

আলোচনা[সম্পাদনা]

ফাইলের ১০ নং পাতায় আছে, ১৯৩১ সালে লেখক মিলিন্দ-প্রশ্নের অনুবাদ করেন। সেই অনুবাদ এখানে প্রাপ্তব্য। এই অনুযায়ী লেখকের নাম প্রজ্ঞালোক স্থবির। পরে তিনি মহাস্থবির হন। এঁর নামে উইকিপিডিয়া নিবন্ধ আছে: w:প্রজ্ঞালোক মহাস্থবির। মৃত্যু ১৯৭১ সালে। হৃষীকেশ (আলাপ) ০৪:৪৪, ৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আবুল হাসানৎ[সম্পাদনা]

প্রচ্ছদ অনুযায়ী লেখক ছিলেন আই. পি., অর্থাৎ আগেকার আই.পি.এস.। লেখকের এই বই অনুযায়ী তিনি নোয়াখালির এসপি ছিলেন। লেখক আইজি হয়ে রিটায়ার করেন, তারপর ১৯৭৪ সালে তাঁর এই বইটি প্রকাশিত হয়। হৃষীকেশ (আলাপ) ০৫:০২, ৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

লেখকের মৃত্যু সাল কবে? তারপর ১৯৭৪ সালে তাঁর একটি বই প্রকাশিত হয়, মানেই তিনি ১৯৭৪ সালে জীবিত ছিলেন সেটা কিভাবে প্রমাণ হবে? ১৯৩৫ খ্রিস্টাব্দ (১৩৪২ বঙ্গাব্দ) সালে তার প্রথম বই প্রকাশ হয়েছে , আনুমানিক তার জন্ম ১৯১০ সালে ধরা যেতে পারে। মানে ২৫ বছর বয়েসেই প্রথম বই প্রকাশ হল। আই. পি., অর্থাৎ আগেকার আই.পি.এস. হলে বাংলাদেশ বা ভারতে থাকলে, ১৯৭০ সালে তিনি রিটায়ার করেন ধরা যায়, যদি বেঁচে থাকেন। যদি স্বাভাকিক মৃত্য ৮০ বছর ধরা হয়, ১৯৯০ সালে মৃত্যু হতে পারে। সব টাই আনুমানিক। কিন্তু ১৯৭৪ সালে উনি জীবিত ছিলেন, এমন প্রমাণ পাচ্ছি কি? Jayanta(জয়ন্ত) ১৮:০৮, ২৯ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
এখানের তথ্য অনুসারে ১৯০৫ সালে জন্ম দেখাচ্ছে, যদিও এই তথ্য যে কেউ যুক্ত করতে পারে, তাই কতটা নির্ভর যোগ্য জানি না। তার লেখা অনেক বই আছে আরও। এখানে দিলাম।
  • Bangladesh, sufferings, surfacing, survival : let humanity not forget the ugliest genocide : being a resume of inhuman atrocities in East Pakistan, now Bangladesh, and a plea for welfare states all over by Abul Hasanat( )
  • On the 1971 struggle for freedom in Bangladesh Justice and peace for all : ideas and ideals, thoughts and experiments by Abul Hasanat( Book )
  • Bāṅalā sāhitye Musalamānera dāna by Abul Hasanat( Book )
  • Muslim contribution to Bengali literature
  • Svargera sin̐ṛi by Abul Hasanat( Book )
  • Let humanity not forget : the ugliest genocide in history, being a resume of inhuman atrocities in East Pakistan, now Bangladesh by Abul Hasanat( Book )published in 1974 in English
  • Sacitra yaunabijñāna by Abul Hasanat( Book )published in 1963 in Bengali
  • Kājera kathā. Home encyclopedia; family welfare manual by Abul Hasanat( Book ) published in 1969 in Bengali
  • Bihangamana by Abul Hasanat( Book ) published in 1970 in Bengali
  • Gaṇa-ādālate Jāmāẏāte Isalāmī by Abul Hasanat( Book ) published in 1970 in Bengali and Hindi
  • Crime and criminal justice : an outline of criminal sociology, criminology, penology, criminal jurisprudence and law, and criminal investigation by Abul Hasanat( Book ) published in 1939 in English

এখানে অনাকে Abul Hasanat, C. I. D. in East Pakistan, The , 48 J. Crim. L. & Criminology 447 (1958). উল্লেখ করা হয়েছে। অনুমান করা যায়, স্বাধীনতার পর উনি পূর্ব পাকিস্তানে C. I. D. কাজ করতেন। ১৯৫৮ সালে। Jayanta(জয়ন্ত) ১৮:২২, ২৯ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Jayantanth: -- লেখক কবে মারা গিয়েছিলেন, এই আলোচনার জন্য সেটা গুরুত্বপূর্ণ নয়। শুধু এটা জানা জরুরি যে ষাট বছরের কম সময় আগে তিনি জীবিত ছিলেন কিনা। যেহেতু তিনি ১৯৭১-এর যুদ্ধের ওপর বই লিখেছিলেন, কাজেই তাঁর মৃত্যুর পর ৬০ বছর অতিক্রান্ত হয় নি। কপিরাইট আলোচনার জন্য এটুকুই যথেষ্ট। হৃষীকেশ (আলাপ) ০৫:১২, ৩১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Jayantanth: -- ১৯৮৪ সালেও তিনি জীবিত ছিলেন, এই বছর তিনি সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পান। (দেখুন: w:সাহিত্যে স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা এবং পুরো নামের জন্য: http://www.worldcat.org/identities/lccn-n81150324/) --- হৃষীকেশ (আলাপ) ০৭:০৭, ৩১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Hrishikes:দা তাহলে এই বই গুলি কত সালে পুনরুদ্ধার করা উচিত? সেই ব্যাপারে কিছু আলোকপাত করুন। Jayanta(জয়ন্ত) ১৮:০৮, ৩১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
অপসারণ করা হয়েছে -- বোধিসত্ত্ব (আলাপ) ০৪:১০, ১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

লেখক ১৯৭৩ সালে মারা যান: সূত্রহৃষীকেশ (আলাপ) ০৫:০৭, ৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]