বিষয়বস্তুতে চলুন

উইকিসংকলন:প্রস্তাবিত নির্বাচিত লেখা

উইকিসংকলন থেকে
(উইকিসংকলন:FTC থেকে পুনর্নির্দেশিত)
নির্বাচিত লেখা (প্রার্থী)
This page hosts nominations for featured text status in accordance with the Featured text guidelines. A featured text should exemplify Wikisource's very highest standards of accuracy. If you nominate a text, you will be expected to make a good-faith effort to address objections that are raised.

Any established user may nominate a text or vote (as long as it matches the criteria). Every month the nomination with the highest support ratio, weighted in favour of nominations with more numerous votes (equation forthcoming), will be chosen as featured text. All nominations with under 70% support after a week will be archived. The most promising nominations (up to 10) will be carried over to the next week, during which time established users may continue to place votes.

প্রধানআলোচনাপ্রস্তাবনাপুরাতনতালিকা


আলোচনা
  • প্রথমে নিশ্চিত হন যে, লেখাটি নির্বাচিত লেখার মাপাকাঠি এবং রচনাশৈলী নির্দেশনা মেনে চলছে।
  • লেখাটির আলোচনা পাতায় {{নির্বাচিত লেখা মনোনয়ন}} যোগ করুন।
  • নীচে মনোনয়ন অংশে আলোচনা শুরু করুন এবং আপনার মনোনয়নের স্বপক্ষে যুক্তি দিন।
  • যদি আপনার মনে হয় লেখাটি সকল মাপকাঠিতে উত্তীর্ণ, {{সমর্থন}} লিখে কারণ লিখুন।
  • যদি আপনার মনে হয় লেখাটি সকল মাপকাঠিতে উত্তীর্ণ নয়, {{বিরোধিতা}} লিখে তার যথাযথ ও সুনির্দিষ্ট কারণ লিখুন। যদি বিরোধিতার কারণটি ঠিক করা অসম্ভব হয়ে থাকে, তবে বিরোধিতা অগ্রাহ্য করা যাবে।
  • যদি সমর্থন বা বিরোধিতা সরিয়ে নিতে চান, তবে ভোটটিকে অপসারণ না করে <s>.....আপনার বক্তব্য.....</s> কোড দিয়ে এই ভাবে কেটে দিন।
সফল মনোনয়ন
  • আলোচনা বন্ধ করতে হলে আলোচনাটিকে {{closed}} টেমপ্লেটের মধ্যে নিয়ে আসুন। উদহারণস্বরূপ, এই লেখাটির আলোচনা দেখুন।
  • লেখাটির মূল পাতার {{header}} টেমপ্লেটের ওপরে {{নির্বাচিত}} যোগ করুন। এতে লেখার ওপরে চিহ্নটি দেখা যাবে, যা নির্বাচিত লেখার নির্দেশক।
  • লেখাটির আলোচনা পাতার ওপরে {{নির্বাচিত লেখা আলোচনা|নভেম্বর ২০২৪}} যোগ করুন।
  • প্রশাসকগণ: লেখাটিকে সুরক্ষা প্রদান করুন।
  • প্রধান পাতায় প্রদর্শনের জন্য লেখাটির রচনার ইতিহাস ও সারাংশ সম্বলিত একটি অনুচ্ছেদ ও মূল লেখার অনুচ্ছেদ সহযোগে একটি ছোট লেখা তৈরি করুন। উদহারণ স্বরূপ এটি দেখুন।
  • লেখা তৈরি হওয়ার পর এই পাতায় তালিকাভুক্ত করুন।
  • প্রশাসকগণ: প্রধান পাতায় প্রদর্শনের জন্য {{নির্বাচিত লেখা}} টেমপ্লেটে max ও seed হালনাগাদ করুন। এতে প্রত্যেক নির্বাচিত নিবন্ধ ঘুরিয়ে ফিরিয়ে প্রধান পাতায় দেখা যাবে।
  • লেখাটির উইকিউপাত্ত লিঙ্কে গিয়ে নির্বাচিত লেখার ব্যাজ প্রদান করুন। এতে সোনালী রঙের একটি ব্যাজ প্রদর্শিত হবে। উদহারণস্বরূপ এই পাতা দেখুন।
  • এক সপ্তাহ পরে সংগ্রহালয়ে সংরক্ষণ করুন।
ব্যর্থ মনোনয়ন


মনোনয়ন

[সম্পাদনা]

পুরাতন মনোনয়নের জন্য দেখুন সংগ্রহালয়

সপ্তম শতাব্দীর সংস্কৃত উপন্যাসের এই অনুবাদ বাংলা কথাসাহিত্যের সূচনাপর্বের লেখা, বঙ্কিম-প্রবর্তিত বাংলা কথাসাহিত্যের প্রারম্ভিক মানক কাঠামো এর ভাষার কাছে ঋণী৷ অবশিষ্ট একটা পাতা বৈধকরণ-সাপেক্ষে নির্বাচিত লেখার জন্য প্রস্তাব রাখছি৷ Hrishikes (আলাপ) ০৬:০৯, ১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

হৃষিকেশদা, এই বইটার অনেকটা অংশ ব্যবহারকারী:Pavitra Punya Kayal ভ্যালিডেট করেছিলেন, কিন্তু উনি তা করতে গিয়ে শুধু গণহারে সবুজ বোতাম টিপে গিয়েছিলেন, ভেতরের কোন ধরণের চেক করেননি। এরকম উনি হরিলক্ষ্মী সহ আরো বেশ কিছু বইয়ে করেছিলেন, ফলে ব্যাপারটা খুব গোলমেলে হয়ে যায়। বাধ্য হয়ে গতকাল ওনার সমস্ত সম্পাদনা রোলব্যাক করলাম, নইলে এক নজরে চিহ্নিত করা সম্ভব হচ্ছিল না। আমার মনে হয়, আরেকবার ভ্যালিডেট করা দরকার। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৩৩, ২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

রবীন্দ্রনাথের কণিকা গ্রন্থটি সম্পূর্ণ রূপে বৈধকরণ করা হয়েছে। নির্বাচিত লেখা হিসেবে উন্নীত করার জন্য প্রস্তাব করলাম। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৪:২৯, ২৫ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]