বিষয়বস্তুতে চলুন

উইকিসংকলন:লিপিশালা

আলোচনা যোগ করুন
উইকিসংকলন থেকে
(উইকিসংকলন:S থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: খাত্তাব হাসান কর্তৃক ৬ দিন আগে "উইকিপত্রিকার নতুন সংখ্যা: মাঘ ১৪৩১" অনুচ্ছেদে

লিপিশালা উইকিসংকলন সম্প্রদায় আলোচনা পৃষ্ঠা। যে কোন প্রশ্ন বা জিজ্ঞাসা মন্তব্য করুন মুক্ত মনে। আপনি যেকোন বর্তমান আলোচনায় মন্তব্য করতে পারেন অথবা একটি নতুন শুরু করতে পারেন। এছাড়া এটি উইকিসংকলনের প্রশাসন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য নিবেদিত পাতা। এখানে প্রশাসন সংক্রান্ত বিষয়ে যেকোনো প্রসঙ্গ তুলে ধরতে পারেন। উইকিসংকলনের যেকোন সদস্য প্রশাসন সংক্রান্ত বিষয়ে এখানে মন্তব্য রাখতে পারেন।

দুই লেখা স্তম্ভের মাঝে কীভাবে চিত্র যোগ করব

[সম্পাদনা]

আমি এই সপ্তাহের মধ্যে নির্ঘণ্ট:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf নির্ঘণ্টটি সম্পূর্ণ করে প্রকাশিত করতে চাই, কিন্তু পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৩৬পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৩৭ পাতায় দুই লেখা স্তম্ভের মাঝে চিত্র রয়েছে। আমি বুঝতে পারছি না {{div col}} টেমপ্লেটের মধ্যে এভাবে চিত্র যোগ করা যায় কি না। @Bodhisattwa, Hrishikes, Nettime Sujata, আফতাবুজ্জামান: দয়া করে কেউ সাহায্য করুন। Sbb1413 (আলাপ) ১৮:০৫, ১৩ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Sbb1413: -- দুই কলামে লেখা রাখার দরকার নেই। কলাম বাদ দিয়ে লেখাটা রাখলেই ছবি লাগাতে অসুবিধা হবে না। হৃষীকেশ (আলাপ) ১২:০৩, ১৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ। Sbb1413 (আলাপ) ১২:০৭, ১৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

উইকিপত্রিকার নতুন সংখ্যা: মাঘ ১৪৩১

[সম্পাদনা]

সুধী! বাংলা উইকিমিডিয়া প্রকল্পগুলির জন্য উইকিপত্রিকার নতুন সংখ্যা প্রকাশিত হয়েছে। আপনি নিচের তালিকা থেকে পছন্দমত প্রবন্ধগুলি পড়তে পারেন।

সম্পূর্ণ উইকিপত্রিকা পড়ুন · দেয়ালিকা · গ্রাহক হোন · লেখা পাঠান (পরবর্তী মাসের জন্য লেখা পাঠানোর শেষ তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২৫)

খাত্তাব হাসান (আলাপ) ১৪:৫১, ১৫ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন