উইকিসংকলন আলোচনা:রবিমাস প্রতিযোগিতা ১৪২৬/বইয়ের তালিকা
পরিভ্রমণে চলুন
অনুসন্ধানে চলুন
তালিকার বাইরে বই বাছাই[সম্পাদনা]
বইয়ের তালিকার বাইরে কোনো বই এই প্রতিযোগিতায় মুদ্রণ সংশোধনের জন্য গণ্য হবে? যদি হয় তাহলে আমি এই বইটা তালিকাভুক্ত করতে চাই। তনয় (আলাপ) ১৫:৩৩, ৮ মে ২০১৯ (ইউটিসি)
- @Tanay barisha: - তালিকায় যোগ
করা হয়েছে -- বোধিসত্ত্ব (আলাপ) ১৬:২৫, ৮ মে ২০১৯ (ইউটিসি)
চন্দ্রবিন্দু প্রসঙ্গে[সম্পাদনা]
"সমালোচনা" গ্রন্থটির ত্রুটি সংশোধন করছি। "ইহার", "ইহাদের" ব্যক্তি অর্থে হ এর উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়েছে। আবার অন্যান্য (শরৎ রচনাবলী, উইকিসংকলনের কোথাও কোথাও) অনেক জায়গায় ই এর উপর চন্দ্রবিন্দু ব্যবহার করতে দেখি। এ পরিস্থিতিতে কোনটি করব? Shahriar Kabir Pavel (আলাপ) ১৩:৪৮, ২৯ মে ২০১৯ (ইউটিসি)