উৎসর্গ/১৫
আকাশ - সিন্ধু - মাঝে এক ঠাঁই
কিসের বাতাস লেগেছে —
জগৎ - ঘূর্ণি জেগেছে ।
ঝলকি উঠেছে রবি - শশাঙ্ক ,
ঝলকি ছুটেছে তারা ,
অযুত চক্র ঘুরিয়া উঠেছে
অবিরাম মাতোয়ারা ।
স্থির আছে শুধু একটি বিন্দু
ঘূর্ণির মাঝখানে —
সেইখান হতে স্বর্ণকমল
উঠেছে শূন্যপানে ।
সুন্দরী , ওগো সুন্দরী ,
শতদলদলে ভুবনলক্ষ্মী
দাঁড়ায়ে রয়েছ মরি মরি ।
জগতের পাকে সকলি ঘুরিছে ,
অচল তোমার রূপরাশি ।
নানা দিক হতে নানা দিন দেখি —
পাই দেখিবারে ওই হাসি ।
জনমে মরণে আলোকে আঁধারে
চলেছি হরণে পূরণে ,
ঘুরিয়া চলেছি ঘুরনে ।
কাছে যাই যার দেখিতে দেখিতে
চলে যায় সেই দূরে ,
হাতে পাই যারে পলক ফেলিতে
তারে ছুঁয়ে যাই ঘুরে ।
কোথাও থাকিতে না পারি ক্ষণেক ,
রাখিতে পারি নে কিছু —
মত্ত হৃদয় ছুটে চলে যায়
ফেনপুঞ্জের পিছু ।
হে প্রেম , হে ধ্রুবসুন্দর ,
স্থিরতার নীড় তুমি রচিয়াছ
ঘূর্ণার পাকে খরতর ।
দ্বীপগুলি তব গীতমুখরিত ,
ঝরে নির্ঝর কলভাষে ,
অসীমের চির - চরম শান্তি
নিমেষের মাঝে মনে আসে ।