এখানে দিনের রং বদলায়
এখানে দিনের রং বদলায়
আশিসরঞ্জন নাথ
প্রথম প্রকাশ জানুয়ারি ২০২৪
শীতালং পাবলিকেশন
© সুপর্ণা নাথ
সর্বস্বত্ব সংরক্ষিত
প্রকাশক ও স্বত্বাধিকারীর লিখিত অনুমতি ছাড়া কোনও মাধ্যমেই এই বইয়ের প্রতিলিপি বা পুনরুৎপাদন করা যাবে না। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে।
প্রচ্ছদ- অজিত দাশ
বর্ণসংস্থাপন এবং অলংকরণ- আশু চৌধুরী
পরিবেশকশীতালং পাবলিকেশন, শিলচর, আসাম, ৭৮৮১১০
মুদ্রণশরৎ ইম্প্রেশনস প্রাঃ লিঃ
১৮ বি শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা-৭৩
Ekhane Diner Rong Bodlay
(a collection of poems)
By
Ashish Ranjan Nath
Published by
Shitalong Publication
ISBN 978-81-964112-0-6
₹ ১৫০
উৎসর্গ
মা বাবা-কে
প্রকাশকের কথা
বর্তমান কবিতা সংকলনটি আশিসরঞ্জন নাথের দ্বিতীয় বই। প্রথম কবিতা সংকলন ‘হে ঈশ্বর’ ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল। গত শতকের আশির দশক থেকে লেখালেখির জগতে আত্মপ্রকাশ করলেও বই প্রকাশে তাঁর যথেষ্ট দেরি হয়ে যায়। ২০০৫ সালের মে মাসে ‘প্রসঙ্গ: উনিশে মে, বাংলাভাষা ও অন্যান্য’ শীর্ষক প্রবন্ধ সংকলনটি তাঁর প্রকাশিত প্রথম বই। আমাদের এ অঞ্চলে প্রকাশনা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। তার উপর স্বতঃপ্রণোদিত হয়ে বই প্রকাশে এগিয়ে আসার মতো প্রকাশকের বড়-অভাব। এ কারণে এখানকার লেখক, কবিদের বই প্রকাশ এক বড় অন্তরায়।
অবশেষে তাঁর বই প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। আশা করছি তাঁর প্রথম কবিতা বইটির মতো এই বইটিও পাঠক সমাজে আদৃত হবে। আর এখানেই হবে আমাদের শ্রম সার্থক।
আমার কথা
২০২২ সালে আমার প্রথম কবিতার বই ‘হে ঈশ্বর’ প্রকাশের পর এটি আমার দ্বিতীয় কবিতা সংকলন। আসলে কখন যে কী বিষয় মাথায় চেপে বসে নিজেই বুঝে উঠতে পারি না। মেরুদণ্ড বিষয়ে প্রথম কবিতাটি ফেসবুকে পোস্ট করার পর কলকাতা থেকে লেখক ও সম্পাদক দীপঙ্কর সেন এক উৎসাহজনক বার্তা পাঠান। বলেন, এ নিয়ে সিরিজ করা যায় কিনা ভেবে দেখতে। ভাবনায় চলে আসে বিষয়টি। তারপর লেখা হয়ে গেল কবিতাগুলি। এগুলি কবিতা নাকি না-কবিতা পাঠকের বিবেচনা ও বিশ্লেষণের জন্য উপস্থাপনে সাহসী হলাম। বলে রাখা প্রয়োজন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কবিতাগুলি বিচার করে লেখা হয়নি। একান্ত নিজস্ব উপলব্ধি তুলে ধরার চেষ্টা করেছি। কবিতা লিখে কোনও কবি পরিতৃপ্তি লাভ করেছেন কী না জানা নেই। দীনতা মেনে নিয়ে কবিতা পাঠকের কাছে আমার এই ক্ষীণতনু কবিতার বই উপস্থাপন করলাম। কবি যশোপ্রার্থী হতে নয়, নিছক কৌতূহল থেকে বইটি প্রকাশ করতে প্রয়াসী হয়েছি।
সূচিপত্র
মেরুদণ্ড ১ ৯ মেরুদণ্ড ২ ১০ মেরুদণ্ড ৩ ১১ মেরুদণ্ড ৪ ১২
মেরুদণ্ড ৫ ১৩ মেরুদণ্ড ৬ ১৪ মেরুদণ্ড ৭ ১৫ মেরুদণ্ড ৮ ১৬
উন্নত শিরদাঁড়া ১৭ বেড়াল ১৮ দুই কুঁজো বন্ধুর কথোপকথন ১৯
বেঁচে আছি ২০ চোর বেড়াল ২১ আশা ২২ মা ২৩
এক নারী আমার মা ২৪ যাই বলতে নেই ২৫
মা ২৬ মায়ের প্রয়াণ দিনের স্মৃতি ২৭ আমার মহিরুহ পতনের দিন ২৮
বাবা ১ ২৯ বাবা ২ ৩০ বাবা ৩ ৩১ আমার বাবা ও শালিক পাখি ৩২
মাতৃভাষা ১ ৩৩ মাতৃভাষা ২ ৩৪ মাতৃভাষা ৩ ৩৫ মাতৃভাষা ৪ ৩৬
কার লাশ যায়! ৩৭ ভাষা দ্বন্দ্ব ৩৮ পরিচিত ঠিকানা ৩৯
কথা শেষ হয়নি ৪০ সদরে কড়া নাড়ার শব্দ ৪১ সম্পর্ক ৪২
এ শোক কোথায় রাখি ৪৩ বানে ভাসে বেহুলা-লখিন্দর ৪৪
আমার ম্যাজিক স্লেট ৪৫ নিখোঁজ সংবাদ ৪৬ কবির জন্মদিনে ৪৭
বেহেড মাতাল, খালি বোতল ৪৮ অনেক অনেক ছায়া মাড়িয়ে ৪৯
পুতুলনাচ ৫০ এখানে দিনের রং বদলায় ৫১
দু’টি শালিক ও আমার দিন যাপন ৫২ হিসেব ৫৩ কাকতাড়ুয়া ৫৪
আমার ভেলেণ্টাইন ডে ৫৫ তোমার কবিতার সরব পঙক্তিমালা ৫৬
এই লেখাটি ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক ৪.০ আন্তর্জাতিক লাইসেন্সের আওতায় প্রকাশ করা হয়েছে, যা বিনামূল্যে ব্যবহার, বিতরণ ও অভিযোজন করার অনুমতি দেয়, যতক্ষণ পর্যন্ত লাইসেন্সটি অপরিবর্তিত ও পরিষ্কার ভাবে বলা থাকে এবং মূল লেখককে কৃতিত্ব দেওয়া হয় — এবং আপনি যদি এই লেখাটি পরিবর্তন, রূপান্তর বা এর ওপর ভিত্তি করে কিছু তৈরি করেন, তবে আপনাকে অবশ্যই আপনার অবদান মূল লাইসেন্সের মত একই রকমের লাইসেন্সের আওতায় তা বিতরণ করতে হবে।