বিষয়বস্তুতে চলুন

এখানে দিনের রং বদলায়/এখানে দিনের রং বদলায়

উইকিসংকলন থেকে

এখানে দিনের রং বদলায়

এখানে দিনের রং বদলায়
সকালের প্রখর রোদের তেজ বৈশাখী জানান দেয়
প্রচণ্ড দাবদাহে খাল বিলের জল শুকিয়ে যায়।
এখানে দিনের শুরু হয় বৈশাখের জ্বলন দিয়ে।

এখানে আকাশের রং বদলায়
রবি ঠাকুরের কবিতা মনে পড়ে যায়
বৈশাখ মাসে নদীর জল হাঁটু জলে নামে।
চাঁপা ফুলের মিষ্টি ঘ্রাণে
মোহময়ী হয়ে ওঠে পঁচিশে বৈশাখের সকাল।
নয়নতারা ফুলের মালায় রবি ঠাকুর সেজে ওঠেন
ধুপ দীপে পূজা নেন। রবীন্দ্র পূজারিরা পরিতৃপ্ত হই।

এখানে দিনের রং বদলায়
অকস্মাৎ বৃষ্টি নামে ঝালাপালা রোদকে হারিয়ে
ভেসে যায় বৃষ্টি জলে আমাদের জনপদ,
রবি ঠাকুরের প্রস্তর মূর্তি বৃষ্টি জলে ভিজে একশা
আমাদের রবীন্দ্র প্রণাম সম্পূর্ণ হয়।