বিষয়বস্তুতে চলুন

এখানে দিনের রং বদলায়/এ শোক কোথায় রাখি

উইকিসংকলন থেকে

এ শোক কোথায় রাখি

(কবি প্রবুদ্ধসুন্দর কর-এর অকাল প্রয়াণে)


এ শোক রাখি কোথায়
এখন আমাদের বড় অসুখ।
বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা
দুঃসংবাদ পাবার পরই।
মনের গোপন কোটরে জমিয়ে রাখা যত
ভালোবাসা আর শ্রদ্ধা, সেখানে রাখা সব স্তরীভূত।

স্মৃতি বলে যদি কিছু থাকে
তাও পরিপূর্ণ কানায় কানায়।
কেবল অশ্রু ছাড়া অবশিষ্ট কিছু না রেখে
নিঃস্ব করে দিয়ে এভাবে কেউ যায়!
না যেতে পারে

মনের গভীরে এখন কেবল শোকের গাছ পাথর।