বিষয়বস্তুতে চলুন

এখানে দিনের রং বদলায়/কাকতাড়ুয়া

উইকিসংকলন থেকে

কাকতাড়ুয়া

হ্যাঙ্গারে ঝুলে আছে আমার শার্ট
আচমকা চোখে পড়ে ঝুলে আছে
এক কাকতাড়ুয়া।

নাকি ঝুলে আছে এক কাকতাড়ুয়া জীবন।