বিষয়বস্তুতে চলুন

এখানে দিনের রং বদলায়/কার লাশ যায়!

উইকিসংকলন থেকে

কার লাশ যায়!

কলার মান্দাসে ভেসে যায় এ কার লাশ!

লখাইকে নিয়ে বেহুলা নয় গো
মাতৃভাষা ছিল যার একান্ত অভিলাষ।

মাতৃভাষার আয়ু বাড়াতে
যুদ্ধ করে দিল যে জীবন
তার ঋণ মনে রাখব সারাটি জীবন।

মাতৃভাষার শহিদেরা দীর্ঘায়ু হোক
আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের আয়ু বেড়ে চলুক।