এখানে দিনের রং বদলায়/বানে ভাসে বেহুলা-লখিন্দর
অবয়ব
(পৃ. ৪৪)
বানে ভাসে বেহুলা-লখিন্দর
(২০২২ সালের প্রলয়ঙ্করী বন্যার প্রেক্ষিত)
ভেসে যায় ভেসে যায়
অবিশ্রান্ত বারিধারায় সব ভেসে যায়,
বেহুলার আকুল কান্নায়
খাল-বিল, নদী-নালা উপচে বয়ে যায়।
ভেসে যায় মানুষের বসতবাড়ি,
সব ঘর গেরস্থালি।
এঁদো ডোবায় ঘোলা জলে কেবল জলকেলি সাপ,
ব্যাঙের মত্ত খেলায় মাতে রাইকিশোরী।
সবার ঘরে এখন নাচে বেহুলাসুন্দরী
নাগের উৎপাত নয়, মনসার ভেট
ধনকুবের বণিকের যেন মাথা হয় হেঁট।
মনসামঙ্গল আজ চরাচর জুড়ে
বর্ষা নয় যেন মাতাল জলে সর্বলোক নড়ে।
মানুষের অস্থি-মজ্জা সব কিছু জুড়ে
জলে ভাসে বেহুলার স্বামী নিয়ে ভেলা।
শ্বশুরের দম্ভ নয়, বড় হয় প্রাণ
এই সময় বেহুলার মনের যন্ত্রণা।
এই কানে ভেসে চলে লখিন্দরের লাশ!
ঘরে ঘরে একই রব, বাঁচাও মনসা।
এই ডুবন্ত দিনে মাগো তুমিই ভরসা।