বিষয়বস্তুতে চলুন

এখানে দিনের রং বদলায়/ভাষা দ্বন্দ্ব

উইকিসংকলন থেকে

ভাষা দ্বন্দ্ব

তোমার ভাষা থাকবে দুধে ভাতে
আমার ভাষা নিপাত যাবে
এ কেমন স্বৈরাচার।

আজীবন তোমার আমার এ দ্বন্দ্বে
হয়েছে অনেক রক্তপাত
এবার থামুক এই শীতল যুদ্ধ
যার যার ভাষা বেঁচে থাক।

তোমার আমার এই দ্বন্দ্ব দেখে
সন্তানেরা ভুলতে বসেছে
মাতৃভাষা
এখন আর ‘অ’-য়ে অজগর হয় না
‘এ’ ফর আপেল হয়ে গেছে।
তারা বলেছে শুনো, ‘মাতৃভাষা কারে কয়’!

নিজের মাতৃভাষা ভুলে
অহর্নিশি মিশ্র ভাষায় কথা বলে চলেছে।
সে দিকে একবার ফিরে তাকাও বন্ধু
ওদের শেখাও আগে মাতৃভাষার সংজ্ঞা