বিষয়বস্তুতে চলুন

এখানে দিনের রং বদলায়/মাতৃভাষা ১

উইকিসংকলন থেকে

মাতৃভাষা ১

এপারের জল ওপারে পানি
পরস্পর গলা জড়িয়ে
বহুকাল হেসে কেঁদে বসবাস করছে।

এপারের মা ওপারে আম্মা
সন্তানের মঙ্গল কামনায় চিরকাল
পূজা করেছে, রোজা রেখেছে।

এপারের বাবা ওপারে আব্বু
সব দিন পরিশ্রম করেছে
শ্রমকে তুচ্ছ করে।

সন্তান বা প্রিয়জনের জ্বর হলে
এপারের মা জলপট্টি
ওপারে আম্মু দেয় পানিপট্টি

এপার ওপার দুই পারে উড়ছে
একই জয়ের পতাকা
হাসি কান্নায় লালন করছ মাতৃভাষা।
আ’মরি মাতৃভাষা....