এখানে দিনের রং বদলায়/মাতৃভাষা ২
অবয়ব
(পৃ. ৩৪)
মাতৃভাষা ২
মাছের আঁশে লুকিয়ে থাকে মাতৃভাষা
হ্যাঁ, ঠিকই শুনেছেন
কোনও ভুলভাল নয়।
মাছের কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে শহিদবেদি
শুধু শহিদ দিবসে ফুল ছড়ানো
আর মোমবাতি জ্বালানোর দিন।
চুষে চুষে কাঁটার স্বাদ আস্বাদনের মতো।
আমরা প্রত্যেক কবি
কবিতা লিখি শহিদ দিবসে
আর গান গাই, শহিদেরা খুশি হন।
দিন শেষে সন্ধ্যায় বেদিমূলে
প্রদীপের আলোয় পড়াশোনা
শুরু করেন শহিদেরা।
জীবন্ত হয়ে ওঠেন কিছুক্ষণের জন্য।
মাছের আঁশ ডাস্টবিনে ফেলার মতো
শহিদ তর্পণ শেষে
মাতৃভাষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
দেশি-বিদেশি-পড়শি ভাষায়
মেতে উঠি ভাষা প্রেমিকেরা।