এখানে দিনের রং বদলায়/মাতৃভাষা ৩
অবয়ব
(পৃ. ৩৫)
মাতৃভাষা ৩
এই নাও, তোমাকে উৎসর্গ করলাম
আমার মাতৃভাষা।
জানি, লালন করবে না,
দু’বেলা খাবারের থালা বাড়িয়ে দেবে না।
বরং তোমার যত গাত্রদাহ সব উগরে দেবে
চরম জিঘাংসায়।
সব জেনেও উৎসর্গ করলাম আমার মাতৃভাষা।
তোমার মাতৃভাষার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে
যে ভাবে মেতে উঠেছ আত্মঘাতী খেলায়
তাতে যে তোমারই সর্বনাশ আসন্ন
সে তুমি বুঝেও অবোঝ বালক আজ।
জেনে রেখো, বিশ্বজয়ী আমার মাতৃভাষা।
তোমার নাগালের এখনও অনেক অ-নে-ক দূরে
তুমি তো সীমাবদ্ধ নিজস্ব লক্ষণ রেখায়।
জেনে রেখো, কারোর মাতৃভাষার কণ্ঠরোধ করে
নিজের মাতৃভাষার শ্রেষ্ট আসন মেলে না।
এ সরল কথা তোমার বোধগম্য নয়
এ তুমি বারবার করেছ প্রমাণ।