এখানে দিনের রং বদলায়/মাতৃভাষা ৪
অবয়ব
(পৃ. ৩৬)
মাতৃভাষা ৪
যখন কেউ আমাকে গলা চেপে বলে
‘বল, তোর মাতৃভাষা কী
আমি চেঁচিয়ে বলি
‘বাংলা আমার মাতৃভাষা, ঈশান বাংলা মা’।
যখন কেউ গলা চেপে ধরে বলে,
‘বল, তোর মাতৃভাষা বাংলা না, অন্য এক ভাষা’
আমি চেঁচিয়ে বলি
‘জান দেব তবু জবান দেব না’
শহিদের বীজ মন্ত্র আমি ভুলিনি,
ভুলতে পারি না।
চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলি
ঐরাবতের বৃংহণ, সিংহের গর্জন
তোমরা বদলে দেখাও দেখি।
কিংবা কোকিলের কুহু, শালিক চড়ুইয়ের কিচির মিচির
কি তোমরা বদলে দিতে পারো!