এতদ্দেশীয় স্ত্রীলোকদিগের পূর্ব্বাবস্থা/গান্ধারী
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
গান্ধারী।
গান্ধারী আপনার স্বামীর অন্ধতা জন্য আপন চক্ষু আচ্ছাদন করিয়া রাখিতেন। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্ব্বে আপনার স্বামীর নিকট পুত্রদিগের অধৰ্ম্ম আচরণ উল্লেখ করিয়া বলিয়াছিলেন, “ধর্মের জয়—অধৰ্ম্মের কখনই জয় হয় না।”