কঙ্কাবতী/প্রথম ভাগ/প্রথম পরিচ্ছেদ

উইকিসংকলন থেকে


প্রথম ভাগ

প্রথম পরিচ্ছেদ

প্রাচীন কথা

কঙ্কাবতীকে সকলেই জানেন। ছেলেবেলা কঙ্কাবতীর কথা সকলেই শুনিয়াছেন।

 কঙ্কাবতীর ভাই একটি আঁব আনিয়াছিলেন। আঁবটি ঘরে রাখিয়া সকলকে সাবধান করিয়া দিলেন,— “আমার আঁবটি যেন কেহ খায় না; যে খাইবে, আমি তাহাকে বিবাহ করিব।”

 কঙ্কাবতী সে-কথা জানিতেন না। ছেলেমানুষ! অত বুঝিতে পারেন নাই, আঁবটি তিনি খাইয়াছিলেন।

 সে জন্য ভাই বলিলেন,— “আমি কঙ্কাবতীকে বিবাহ করিব।”

 মাতা-পিতা সকলে বুঝাইলেন,— “ভাই হইয়া কি ভগিনীকে বিবাহ করিতে আছে?”

 কিন্তু কাহারও কথা তিনি শুনিলেন না। তিনি বলিলেন, —“কঙ্কাবতী আমার আঁব খাইল কেন? আমি নিশ্চয় কঙ্কাবতীকে বিবাহ করিব।”

 কঙ্কাবতীর বড় লজ্জা হইল, মনে বড় ভয় হইল। নিরুপায় হইয়া তিনি একখানি নৌকা গড়িলেন। নৌকাখানিতে বসিয়া খিড়কি পুকুরের মাঝখানে ভাসিয়া যাইলেন। ভাই আর তাহাকে বিবাহ করিতে পারিলেন না।

 কঙ্কাবতীর গল্প এইরূপ। একথা কিন্তু বিশ্বাস হয় না। একটি আঁবের জন্য কেহ কি আপনার ভগিনীকে বিবাহ করিতে চায়? কথা সম্ভব নয়। যাহা সম্ভব, তাহা আমি বলিতেছি।