কণিকা/অনুরাগ ও বৈরাগ্য

উইকিসংকলন থেকে

অনুরাগ ও বৈরাগ্য

প্রেম কহে, ‘হে বৈরাগ্য, তব ধর্ম মিছে।’
‘প্রেম, তুমি মহামোহ’ বৈরাগ্য কহিছে।
আমি কহি, ‘ছাড়্‌ স্বার্থ, মুক্তিপথ দেখ্‌।'’
প্রেম কহে, ‘তা হলে তো তুমি আমি এক।’