কথা ও কাহিনী
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
উত্সর্গ
সুহৃদ্বর শ্রীযুক্ত জগদীশচন্দ্র বসু বিজ্ঞানাচার্য
করকমলেষু
সত্যরত্ন তুমি দিলে--- পরিবর্তে তার
কথা ও কল্পনা মাত্র দিনু উপহার ।
শিলাইদহ
অগ্রহায়ণ ১৩০৬
বিজ্ঞাপন
এই গ্রন্থে যে-সকল বৌদ্ধ-কথা বর্ণিত হইয়াছে তাহা রাজেন্দ্রনাথ মিত্র -সংকলিত নেপালী বৌদ্ধসাহিত্য সম্বন্ধীয় ইংরাজি গ্রন্থ হইতে গৃহিত। রাজপুত-কাহিনীগুলি টডের রাজস্থান ও শিখ-বিবরণগুলি দুই-একটি ইংরাজি শিখ-ইতিহাস হইতে উদ্ধার করা হইয়াছে। ভক্তমাল হইতে বৈষ্ণব গল্পগুলি প্রাপ্ত হইয়াছি। মূলের সহিত এই কবিতা গুলির কিছু কিছু প্রভেদ লক্ষিত হইবে--- আশা করি, সেই পরিবর্তনের জন্য সাহিত্য-বিধান-মতে দণ্ডনীয় গণ্য হইব না।
১৩০৬
গ্রন্থকার