বিষয়বস্তুতে চলুন

কথা ও কাহিনী/কথা/বন্দী বীর

উইকিসংকলন থেকে

বন্দী বীর



 পঞ্চনদীর তীরে
 বেণী পাকাইয়া শিরে
দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে
 জাগিয়া উঠেছে শিখ—
 নির্মম নির্ভীক।
হাজার কণ্ঠে “গুরুজির জয়”
 ধ্বনিয়া তুলেছে দিক।
 নূতন জাগিয়া শিখ
নূতন উষার সূর্যের পানে
 চাহিল নির্নিমিখ।


“অলখ নিরঞ্জন”-
মহারব উঠে বন্ধন টুটে
করে ভয়ভঞ্জন।
বক্ষের পাশে ঘন উল্লাসে
অসি বাজে ঝন্‌ঝন্‌।
পঞ্জাব আজি গরজি উঠিল,
“অলখ নিরঞ্জন।”

এসেছে সে এক দিন-
লক্ষ পরানে শঙ্কা না জানে,
না রাখে কাহারাে ঋণ।
জীবন মৃত্যু পায়ের ভৃত্য,
চিত্ত ভাবনাহীন।
পঞ্চনদীর ঘিরি দশ তীর
এসেছে সে এক দিন।

দিল্লি-প্রাসাদকূটে
হােথা বার বার বাদশাজাদার
তন্দ্রা যেতেছে ছুটে-
কাদের কণ্ঠে গগন মন্থে,
নিবিড় নিশীথ টুটে
কাদের মশালে আকাশের ভালে
আগুন উঠেছে ফুটে!

পঞ্চনদীর তীরে
ভক্তদেহের রক্তলহরী
মুক্ত হইল কি রে।
লক্ষ বক্ষ চিরে
ঝাঁকে ঝাঁকে প্রাণ পক্ষী-সমান
ছুটে যেন নিজ নীড়ে।

 বীরগণ জননীরে
রক্ততিলক ললাটে পরালাে,
 পঞ্চনদীর তীরে।

 মােগল-শিখের রণে
 মরণ-আলিঙ্গনে
কণ্ঠ পাকড়ি ধরিল আঁকড়ি
 দুই জনা দুই জনে;
দংশনক্ষত শ্যেনবিহঙ্গ
 যুঝে ভুজঙ্গ-সনে।
 সেদিন কঠিন রণে
“জয় গুরুজির" হাঁকে শিখ বীর
 সুগভীর নিঃস্বনে।
মও মােগল রক্তপাগল
 “দীন দীন” গরজনে।

 গুরুদাসপুর গড়ে
বন্দা যখন বন্দী হইল
 তুরানি সেনার করে,
সিংহের মতাে শৃঙ্খলগত
 বাঁধি লয়ে গেল ধরে
 দিল্লি-নগর-'পরে।

বন্দা সময়ে বন্দী হইল,
 গুরুদাসপুর গড়ে।

সম্মুখে চলে মােগল-সৈন্য
 উড়ায়ে পথের ধূলি,
ছিন্ন শিখের মুণ্ড লইয়া
 বর্শাফলকে তুলি।
শিখ সাত শত চলে পশ্চাতে,
 বাজে শৃঙ্খলগুলি।
রাজপথ-'পরে লােক নাহি ধরে,
 বাতায়ন যায় খুলি।
শিখ গরজয় “গুরুজির জয়”
 পরানের ভয় ভুলি।
মােগলে ও শিখে উড়ালাে আজিকে
 দিল্লিপথের ধূলি।

 পড়ি গেল কাড়াকাড়ি,
আগে কেবা প্রাণ করিবেক দান
 তারি লাগি তাড়াতাড়ি।
দিন গেলে প্রাতে ঘাতকের হাতে
 বন্দীরা সারি সারি

“জয় গুরুজির” কহি শত বীর
 শত শির দেয় ডারি।

সপ্তাহকালে সাত শত প্রাণ
 নিঃশেষ হয়ে গেলে
বন্দার কোলে কাজি দিল তুলি
 বন্দার এক ছেলে-
কহিল, “ইহারে বধিতে হইবে
 নিজ হাতে অবহেলে।”
 দিল তার কোলে ফেলে-
কিশাের কুমার, বাঁধা বাহু তার,
 বন্দার এক ছেলে।

 কিছু না কহিল বাণী,
বন্দা সুধীরে ছােটো ছেলেটিরে
 লইল বক্ষে টানি
ক্ষণকাল-তরে মাথার উপরে
 রাখে দক্ষিণপাণি,
শুধু একবার চুম্বিল তার
 রাঙা উষ্ণীষখানি,
তার পরে ধীরে কটিবাস হতে
 ছুরিকা খসায়ে আনি

 বালকের মুখ চাহি
“গুরুজির জয়” কানে কানে কয়-
 “রে পুত্র, ভয় নাহি।”

নবীন বদনে অভয় কিরণ
 জ্বলি উঠে উৎসাহি-
কিশােরকণ্ঠে কাঁপে সভাতল,
 বালক উঠিল গাহি—
“গুরুজির জয়, কিছু নাহি ভয়"
 বন্দার মুখ চাহি।

বন্দা তখন বামবাহুপাশ
 জড়াইল তার গলে,
দক্ষিণকরে ছেলের বক্ষে
 ছুরি বসাইল বলে-
“গুরুজির জয়” কহিয়া বালক
 লুটালাে ধরণীতলে।

 সভা হল নিস্তব্ধ!
বন্দার দেহ ছিড়িল ঘাতক
 সাঁড়াশি করিয়া দগ্ধ।

স্থির হয়ে বীর মরিল, না করি
 একটি কাতর শব্দ;
দর্শকজন মুদিল নয়ন,
 সভা হল নিস্তব্ধ।