কবিতাকুসুমাঞ্জলি/খল

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

খল।

ও খল! কেমন তোমার রীতি,
ভেরে তব ভাব হতেছে ভীতি।
ছলন চাতুরী কত যে জান,
কত জনে জানে তোমার ভাণ।
বচন তোমার মধুর হয়,
হৃদয় বিষম গরলময়।
মুখে যাহা বল কাষে না ফলে,
সে মরে যে পড়ে তোমার কলে।
কুটিল জটিল কপটমতি!
পর অপকারে তোমার রতি।
শরীর ধবল হৃদয় কাল,
বাসনা কর না কাহার ভাল।
সতত হে তব মুখবিবরে,
রসনা সাপিনী বসতি করে।
কাটে সে একের কোমল কাণে,
অনায়াসে নাশে অপরে প্রাণে।
আছে কি জগতে হেন কুকাজ,
যা করিতে তব উপজে লাজ।

আমার অযশ ঘোষণা করে,
ভাস যদি তুমি সুখসাগরে;
ইহা হতে সুখ কি আছে আর,
আমা হতে তোষ হলে তোমার।
লোকে করে দুখে ধন উপায়,
পরতোষহেতু বিতরে তায়।