কবিতাকুসুমাঞ্জলি/গর্ব্ব
অবয়ব
(পৃ. ১৭)
গর্ব্ব।
যবে চিত্তকরী মদমদে মত্ত হয়,
কে তারে করিতে পারে শান্ত সে সময়;
কোথা থাকে কুলাচার কঠিন শৃঙ্খল,
লজ্জা দৃঢ় রজ্জু তার কি করিবে বল।
কি কায করিবে তার ধীরতা আলানে,
বিনয়অঙ্কুশ বাধা আর কি সে মানে।
অতএব সাবধানে সদা রাখ তায়,
বিষমবিষয়মদে যেন না মাতায়।