বিষয়বস্তুতে চলুন

কবিতাকুসুমাঞ্জলি/তিমিরাচ্ছন্ন নিশীথ

উইকিসংকলন থেকে

তিমিরাচ্ছন্ন নিশীথ।

আহা মরি বিশ্বনাথ! নিশীথ সময়ে,
কি গম্ভীর ভাব তুমি দেখালে আমায়।
কি অদ্ভুত রস হল উদিত হৃদয়ে,
কি রূপ হইল মন, বলা নাহি যায়।

অনির্ব্বাচ্য বাহ্য শোভা করি নিরীক্ষণ,
প্রেমে পুলকিত তনু হইল আমার।
অপূর্ব্ব সুষমাময় নিখিল ভুবন,
প্রকাশ করিছে হায়! মহিমা তোমার।

তমস্তোমে ঘেরিয়াছে সকল সংসার,
স্থল জল একাকার, বুঝা নাহি যায়।
লেপেছে কে বিশ্ব যেন দিয়া মনিসার,
নানা বর্ণময়ী মহী শ্যামাঙ্গী দেখায়।

কে করিবে বস্তু তত্ত্ব করুক নির্ণয়,
সর্ব্বত্র সমান ভাবে সংশয় বিকাশে,
স্থাণুরে মনুজ বলে মনে জ্ঞান হয়,
পদে পদে পথিকের ভ্রান্তি মনে আসে।

যদ্যপি মাতঙ্গ পড়ে এ তিমির পঙ্কে,
কদাচ উঠিতে নারে, ঘটে ঘোর দায়,
কার সাধ্য পদব্রজে যায় নিরাতঙ্কে,
আলোক অভাবে লোক বাহিরে না যায়

দূর্ব্বাদলে অবিরল খদ্যোতের দলে
সহসা হেরিলে, হেন জ্ঞান হয় মনে,
স্বভাব বণিক্‌ শ্যাম নিকষ উপলে,
পরীক্ষা করেছে যেন করিয়া কাঞ্চনে।

জগতের যত জীব হয়েছে নীরব,
ঝিল্লী সব ঝিঁঝিঁ রব করিছে কেবল,
যে দিকে তাকাই, দেখি শান্তিময় ভব,
নাহি শুনি শোক ধ্বনি সব সুশীতল।