কবিতাকুসুমাঞ্জলি/স্তোত্র

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

স্তোত্র।

জয় বিশ্বপতি অগতির গতি,
এক মাত্র তুমি সার,
সকলি অনিত্য, তুমি এক নিত্য,
তব তত্ত্ব বুঝা ভার।
নিখিলকারণ, অনাদিনিধন,
তুমি সকলের মুল,
তুমি নিরাধার, কিন্তু সর্ব্বাধার,
তুমি সুক্ষ্ম তুমি স্থূল।
তুমি শিবময়, অশিবনিচয়,
তুমিই বিনাশ কর।
তুমি নিরঞ্জন, সাধুর জীবন,
অসীম শকতি ধর।
ওহে বিশ্বময়, হইয়া সদয়,
সদা শিব কর দান,

নিয়মে তোমার, নিখিল সংসার
করে সুখরসপান।
বিধু দিনকর, তারকানিকর,
গগন গহন সব,
অনল অনিল, অচল সলিল
প্রকাশে মহিমা তব।
ভূচর খেচর, আর জলচর
চরাচরে করে খেলা,
দেখি হয় মনে, যত জন্তুগণে
মিলেছে করিতে মেলা।
হে মঙ্গলালয় সৃষ্টি স্থিতি লয়;
সকলি তুমিই কর,
দেখিয়া কাতর, করুণা বিতর
গুণাতীত গুণাকর।