বিষয়বস্তুতে চলুন

কবিতাসংগ্রহ/আসন্ন, শুশ্রূষার বার্তা/১

উইকিসংকলন থেকে

সন্ধ্যা, নামো ক্লান্ত মানুষের চোখ ছুঁয়ে

মুছে দাও সময়-প্রবাহ, টুকরো-টুকরো
অপরাধবোধ

কোথাও বিন্যাসে ছিল মায়া, স্মৃতি-গাঁথা
অন্তিম সম্বল

ছন্নছাড়া সুরে ভেসে এল জনশ্রুতি
উদয়ন-কথা

সাজানো আগুনে পুড়ে গেছে রম্যবীণা
সমিধ, সময়ে

নামো, সন্ধ্যা, নামো লয়হীন মানুষের চোখে