বিষয়বস্তুতে চলুন

কবিতাসংগ্রহ/আসন্ন, শুশ্রূষার বার্তা/১৪

উইকিসংকলন থেকে

১৪

মনে এল, নীল নবঘন আষাঢ়, সেদিন।
ধারাস্নানে
বিরহী যক্ষের হাসি কেমন ছড়িয়ে পড়েছিল
তৃণমূল থেকে
কৃষকের নাবাল জমিতে, শস্যের অদিতি
ঠিক তখনই এলেন

এই চৈত্রদিনে
সেই হাসি
, সেই ধারাস্নান, সেই আষাঢ়ের
নবঘন গাথা
সেই কুণ্ঠিত অঙ্কুর মনে এল