কবিতাসংগ্রহ/আসন্ন, শুশ্রূষার বার্তা/১৯

উইকিসংকলন থেকে

১৯

না, নিষাদ, না! প্রতিষ্ঠা তোমার-ই হবে!
বাবুদের যশ হোক বিবিদের রূপ হোক জয় হোক
লিপিকর মশায়ের, ক্ষতি নেই, শেষ কথা তুমি
বলবে, তুমি! ধুলোয় আকাশে তারায় শেকড়ে
জলে স্বপ্নে ভাতের কান্নায় নেই আর কামমোহিতেরা!
আগুন-কুহক নয়, জেগে উঠল তোমার যন্ত্রণা ঐ
প্রতিদিন রক্তক্ষরণের। অলীক আর্দ্রতা থেকে
তাই ঝরে পড়ল মুগ্ধতা-বিলাস।