কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/আলো ১
অবয়ব
(পৃ. ৮৫)
আলো ১
সত্য হয়ে ওঠো, আলো
যেন চিনে নিতে পারি
মুহূর্তের ফাঁপা বিহ্বলতা
আর
পথরেখা থেকে মুছে নিই
প্রগল্ভ আঁধার
সত্য হয়ে ওঠো, প্রসন্ন নির্বেদ
আনো একাঘ্নীর
তীক্ষ সরলতা
এই আলোর গভীরে
আলো ১
সত্য হয়ে ওঠো, আলো
যেন চিনে নিতে পারি
মুহূর্তের ফাঁপা বিহ্বলতা
আর
পথরেখা থেকে মুছে নিই
প্রগল্ভ আঁধার
সত্য হয়ে ওঠো, প্রসন্ন নির্বেদ
আনো একাঘ্নীর
তীক্ষ সরলতা
এই আলোর গভীরে