কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/কবচ কুণ্ডল

উইকিসংকলন থেকে

কবচ কুণ্ডল

কাকে দিই, কীভাবে বা দিই
নিজেকেই ভেঙে-চুরে
টুকরো করে আনি, ফের জড়ো করে
বলি, এই পূর্ণ এই তো সমস্ত!

ভাঙা টুকরো থেকে এই যে বারবার নিজের
প্রতিমা গড়ি
তাকে তুমি নেবে কী কখনো?

নাও, এই তো কবচ এই যে কুণ্ডল!