কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/জানি
অবয়ব
(পৃ. ৮৫)
জানি
যতই উড়ুক ছাই, জানি
তাপ আছে
নিহিত স্বপ্নের মতো
যতই পুড়ুক রাত, জানি
আলো আছে
গভীর প্রেমের মতো
যত না শূন্যের ভার, ঠিক তত
ফুলের আবেগ
জানি
যতই উড়ুক ছাই, জানি
তাপ আছে
নিহিত স্বপ্নের মতো
যতই পুড়ুক রাত, জানি
আলো আছে
গভীর প্রেমের মতো
যত না শূন্যের ভার, ঠিক তত
ফুলের আবেগ