কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/নটেগাছ

উইকিসংকলন থেকে

নটেগাছ

ফুরিয়েছে সব কথা, চোখের পাতায় শুধু ছায়া
স্রিয়মাণ, শুকনো ঠোট থেকে মুছে গেছে
চুম্বনের দাগ, কুকুর-কুণ্ডলী হয়ে ভালবাসা আছে
শীত-ঘুমে

এ-দেশে ভনিতা আছে শুধু ক্ষয়ে
ওগো নটেগাছ, কে তোমায় মুড়িয়ে দিয়েছে বলে
এরকম খেলা ভেঙে দিয়ে

আছে ক্ষয় আছে অন্ধকার আছে শীত-ঘুম শুধু প্রতিদিন
হেরে যাওয়া নিজের কাছেই, আর।
শুকনো নটেগাছ নিয়ে
বেঁচে থাকা