কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/পুঁথির আখর থেকে

উইকিসংকলন থেকে

পুঁথির আখর থেকে

পুঁথিশালা থেকে ছিটকে পড়ছে পুরোনো রহস্য
পাঁচালির ধূয়াগুলি
খিল-খিল হেসে উঠছে,আর কুণ্ডলিনী ভেদ করে
সোজা চলে যাচ্ছে সহস্রারে

ঝাঁপি খুলে দিয়ে কাহ্নপাদ শুয়ে পড়েছেন
তাতল-সৈকতে
সুত-মিত-রমণী সমাজে তার স্মৃতি পড়ে রইল

পুঁথির আখর থেকে ভেসে আসে যৌথ গীতি
অদুনা ও পদুনার বিবাহ-লিপিকা