কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/প্রাকৃতগাথা

উইকিসংকলন থেকে

প্রাকৃতগাথা

ঢালো ঢালো এই বিষের কলস
প্রাকৃত জনের ঘরে
খরায়-বর্ষণে আপনার মাংসে বৈরি
হরিণ-হরিণী
নেই, অন্নপূর্ণা নেই তো ওদের কোনো কালে

আছে বাসি মড়া, তাই নিয়ে
চোলাইয়ের গভীর সংসার
দাও, আরো বিষ তুলে দাও দীনজনে