বিষয়বস্তুতে চলুন

কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/শোনো রূপকথা

উইকিসংকলন থেকে

শোনো রূপকথা

ছিল রোদ, ছিল গান, ছিল
ফুল্লকুসুমিত প্রেম

ছিল আলো, ছিল স্তব, ছিল
এ-ভাঙা ভারতবর্যের গাথা

রোদ থেকে গান থেকে ভস্মরেণু
ছড়াল এমন
বিষ শুষে নিল গাথা, চূর্ণ হলো
আলো আর স্তবের বন্ধুতা

এই সব মেনে নেয় ক্লান্ত বর্ণমালা
যখন, স্তব্ধ ভারতবর্ষে
শুধু গাঢ় মুষলের ছায়া

আজ, তবে, রূপকথা শোনো......